বম্বে সুইটস নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২


 বম্বে সুইটস নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ – Bombay Sweets Job Circular 2021: দেশের অন্যতম শীর্ষস্থানীয় ভোগ্যপপ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান বম্বে সুইটস এন্ড কোম্পানি লিমিটেড এ সেলস এন্ড মার্কেটিং বিভাগে নিম্নোক্ত শর্তসাপেক্ষে কিছু সংখ্যক পরিশ্রমী ও উদ্যমী বিক্রয় প্রতিনিধি আবশ্যক।

 

চাকরির ধরনবেসরকারি চাকরি
জেলাসকল জেলা
কোম্পানিবম্বে সুইটস
পদ২টি
পদের সংখ্যাঅনির্দিষ্ট
বয়স১৮-৩৫ বছর
শিক্ষাগত যোগ্যতাএইচএসসি-স্নাতক
সাক্ষাতকারের শেষ তারিখ৩০ মার্চ ২০২২

 

বম্বে সুইটস নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১

বিক্রয় প্রতিনিধিঃ স্টেশনারি, মুদি ও টংসহ সব ধরণের দোকান থেকে অর্ডার নেয়া ও অর্ডারকৃত পণ্যের সরবরাহ নিশ্চত করা, বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জন ও পণ্য সজ্জা (মার্চেনডাইজিং)।

  • শূণ্যপদঃ বিক্রয় প্রতিনিধি
  • যোগ্যতাঃ নূন্যতম এইচএসসি পাশ (স্নাতক পাশ অগ্রাধিকার দেওয়া হবে)
  • অভিজ্ঞতাঃ প্রযোজ্য নয়, তবে ভোগ্যপণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানে কাজ করা প্রার্থীদের অগ্রাধিকার
  • বয়সঃ সর্বোচ্চ ৩০ বছর
  •  

  •  

 


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url